|
---|
২২ আগষ্ট, সেখ সামসুদ্দিন : আজ রাখীবন্ধন উৎসব উপলক্ষ্যে মেমারি রেলস্টেশনের ২ নং প্লাাটফর্মে এবং ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে মেমারি কৃষ্ণবাজারে রাখী বন্ধন উৎসব করা হয়। এই দুই স্থানেই উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, প্রাক্তন শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, শহর সভাপতি স্বপন ঘোষাল, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, জেলা ছাত্র সহ সভাপতি মুকেশ শর্মা, ব্লক ছাত্র সভাপতি রাহুলদেব ঘোষাল, শহর ছাত্র সভাপতি সেখ ইমরান, ব্লক সহ সভাপতি, ছাত্র সহ সভাপতি, প্রাথমিক শিক্ষক সংগঠনের কলানবগ্রাম চক্রের সভাপতি মহঃ জাহাঙ্গীর, শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, সদস্য আশুতোষ বেসরা, পাটোয়ারী মান্ডি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন নিত্যযাত্রী ও পথচলতি মানুষের হাতে রাখী পরিয়ে মিষ্টিমুখ করান। অপরদিকে যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে মেমারি পুরসভার সহযোগিতায় মেমারি চকদিঘী মোড়, নিউমার্কেট সংলগ্ন স্থানে ও বামুনপাড়া মোড়ে তিন জায়গায় রাখীবন্ধন উৎসবে মাস্ক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সহ প্রশাসক সপ্রিয় সামন্ত, প্রশাসক বোর্ডের সদস্য সন্তোষ বোয়াল, মানসুরা বেগম, পল্লব চ্যাটার্জী সহ প্রাক্তন কাউন্সিলারবৃন্দ।