|
---|
নিজস্ব সংবাদদাতা :পুণের ইয়েরাওয়াড়া সেন্ট্রাল জেলে আত্মহত্যা করল এক ফাঁসির আসামী। জেলের সেলে আত্মহত্যা করা সেই ফাঁসির আসামীর নাম বাবুলাল শিন্ডে (পাপ্পু)। বছর সাতেক আগে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় ৩২ বছরের বাবুলালকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিল জেলা আদালত।এদিন সকাল ৬টা নাগাদ জেলের সেলে তাঁর দেহ উদ্ধারের পর ডাক্তারী পরীক্ষার পর জানা যয়া, সে আত্মহত্য়া করেছে। তার মানসিক ভারসাম্য কয়েক মাস ধরেই খারাপ হয়ে পড়ছিল বলে জেল সূত্রে খবর।