|
---|
নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়ি জার্নালিষ্ট Clubএর সহায়তায় আজ শিলিগুড়ির তরাই তারাপদ বিদ্যামন্দিরে আয়োজন করা হয়েছিল একদিনের ক্রিকেট প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় বিজয়ী হলেন শিলিগুড়ি জার্নালিষ্ট clubফাইনালে তারা বর্তমানকে উনত্রিশ রানে হারিয়ে দেন।বিজয়ী দলের হয়ে অংশুমান চক্রবর্তী সর্বোচ্চ 52এবং সঞ্জিত সেনগুপ্ত 36রান করেন।প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে শিলিগুড়ি জার্নালিষ্ট clubকরে 178রান জবাবে ব্যাট করতে নেমে বর্তমান মাত্র 149রান করে।বিজয়ী দলের হয়ে জয়দেব চক্রবর্তী মাত্র পনেরো রান দিয়ে 5উইকেট নেন।বিজয়ী এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন রঞ্জন সরকার। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মিউনিসাল কর্পরেশনের এম এম আই সি এবং অন্যান্য আধিকারিকেরা।