|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি,বাংলার বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির অপচেষ্টা,বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা,দ্রব্যমূল্য বৃদ্ধি, বকেয়া টাকা দেওয়ার দাবীতে,১০০ দিনের কাজের টাকা দেওয়া সহ অন্যান্য নানা ইস্যুতে ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন,,উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহীনী বিশ্বাস,২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস,২নম্বর ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার,পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা চৌধুরী,রাজ্য শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম,সরিষা অঞ্চলের অবজারভার শামীম আহমেদ মোল্লা,বিশিষ্ঠ সমাজ সেবী ডাক্তার ইয়ার নবী গায়েন,সহ ডায়মন্ড হারবার বিধান সভার আরো তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।উক্ত প্রতিবাদ সভা থেকে জানা গেছে মা মাটি মানুষ নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও এই রাজ্যের প্রতি হিংসাত্মক অপপ্রচার,আগ্রাসী মনোভাব এবং বৈমাত্রিক সুলভ আচরণের বিরুদ্ধে এই প্রতিবাদ সভায় করা হয়।