ডিব্রুগড় জেলায় এক মহিলাকে ধর্ষণ ও নৃশংসভাবে খুন! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা : প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও তা যে সম্পূর্ণ উল্টো ঘটনা সেটা কে জানত। যদিও সঠিক ঘটনা জানার পর চোখ কপালে পুলিসের। রবিবার আসামের ডিব্রুগড় জেলায় এক মহিলাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। ডিব্রুগড় থানা অফিসার-ইন-চার্জ রাজু ছেত্রী জানায়, ”এদিন সকালে দিব্রুগড় শহরের বাইপাসে এক মহিলার দেহ পাওয়া যায়। ৩৭ নম্বর জাতীয় সড়কে-এ পাওয়া যায় সেই মহিলার দেহ যা নৃশংসভাবে বিকৃত করার চেষ্টা করা হয়েছে।” ছেত্রী আরও বলেন, কিছুটা দূরে ছেলেটিও অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন। পুরো ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত। তবে তা সফল হয়নি। পুলিসের জালে ধরা পড়ে সে। তারপরই অভিযুক্তের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ধর্ষণ ও খুনের মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, আগে অনেকবার ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয় অভিযুক্ত। তবে সে রাজি না হওয়ায় জেদ বাড়তে থাকে। এমনকী তরুণীর পরিবারকে ওই যুবক হুমকিও দেয় বলে অভিযোগ।

     

    জানা গিয়েছে, অভিযুক্ত আগেই বিবাহিত ছিল এবং তার দুই সন্তানও রয়েছে। তাদের মধ্যে বড় সন্তান ক্লাস ৯-এ পড়ে। মৃত মহিলার বয়স ২১ বছর এবং এই বছরই স্নাতক হয়েছে। পুলিস সূত্রে খবর, আগামীকাল অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।