|
---|
সেখ সামসুদ্দিন : ১৮ আবাস যোজনার ইনভেস্টিগেশন এর জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল এলেন পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েত ও বিজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই প্রতিনিধি দল বোহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর সোতলা, খালডাঙ্গা, হরিণডাঙ্গা বিভিন্ন এলাকায় লিস্ট অনুযায়ী উপভোক্তা কারা কারা ঘর পেয়েছেন বা যাদের নাম বাতিল হয়েছে কি কারনে তা বাতিল হয়েছে বা যাদের প্রয়োজন রয়েছে তারা কেন ঘর পাচ্ছেন না এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন ।কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এদিনে সরাসরি কথা বলেন উপভোক্তাদের সঙ্গেও। প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক, পূর্ব বর্ধমান জেলার পরিষদ এডিএম কাজল কুমার রায়, মেমারি দু’নম্বর ব্লকের বিডিও সৈকত মাজি সহ প্রশাসনিক আধিকারিকবৃন্দ।