|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদা: একই দিনে ২২৪জন পুলিস কর্মীর লালারস বা সোয়াবের নমুনা সংগ্রহ করা হল জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। বৃহস্পতিবার মালদহের রথবাড়িতে জেলার বিভিন্ন প্রান্তে ট্র্যাফিকের দায়িত্বে কর্মরত ওই কর্মীদের সোয়াব সংগ্রহ করা হয়। জেলা ট্র্যাফিক পুলিসের অফিসার – ইন – চার্জ তরুণ সাহা বলেন, আমি নিজেও সোয়াবের নমুনা দিয়েছি। আমাদের বিভাগের সব আধিকারিক, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ারদের সোয়াব সংগ্রহ করা হয়েছে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই সোয়াব পরীক্ষার ফলাফল তাঁরা জানতে পারবেন বলে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে। উল্লেখ্য, করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে কাজ করছেন পুলিস কর্মীরা। ইতিমধ্যে তাঁদের দুই সহকর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলেন জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে।
পুলিস সুপার অলোক রাজোরিয়া বলেন, আমরা কোনও ঝুঁকি নিতে রাজি নই। তাই বিভিন্ন থানা ও ট্র্যাফিক কর্মীদের সোয়াব পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। ট্র্যাফিক ওসি বলেন, ইতিমধ্যে পুলিস সুপারের নির্দেশ মেনে তাঁর বিভাগের কর্মীদের মধ্যেও বিশেষ ভেষজ পানীয় ও হলুদ মেশানো দুধ সরবরাহের ব্যবস্থা চালু হয়েছে।