|
---|
নাসিমা লস্কর বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার: বারুইপুরের ঘটনা। শনিবার সকালেই বারুইপুর থানার পুলিশের কাছে বিশেষ সূত্র মারফত খবর আসে শিখড় বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপালার মনসাতলা গ্রামে অঞ্জলি মন্ডল নামে বছর ৩৭র এক গৃহবধূকে তার স্বামী রবিন মন্ডল খুন করে পাশের ছাগল ঘরে পুঁতে দিয়েছে। এমনই তথ্য পুলিশের কাছে আশায় নড়েচড়ে বসে পুলিশ। পলাতক অভিযুক্ত স্বামী রবিন মন্ডল।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এলাকায় ভিড় জমিয়েছেন কয়েক হাজার গ্রামবাসী। ঘটনাস্থলে এসডিপিও বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। দেওটি মাটির নিচ থেকে তুলে ময়না তদন্তের জন্য পাঠায় বারুইপুর থানার পুলিশ।কিভাবে খুন হল তার বিশেষ তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এই গৃহবধুর হত্যার পিছনে কারা কারা যুক্ত তার ও তদন্ত শুরু করেছে।