শিলিগুড়ি পুরনিগমে হেরে গেলে ও আলিপুরদুয়ার অশোকের উপর আস্থা রাখল দল

নিজস্ব প্রতিবেদক:-শিলিগুড়ি পুরনিগমে হেরে গেলে ও আলিপুরদুয়ার অশোকের উপর আস্থা রাখল দল । আজ আলিপুরদুয়ার ১৩ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থীর প্রচারে এসে ফের বলেন মানুষ আশা নিয়েই বেঁচে থাকে । তা ছাড়া আমরা তো বামপন্থী। তিনি বলেন এখানে ছেলেদের উৎসাহ আছে । শিলিগুড়িতে ফল খারাপ হয়েছে।খুব খারাপ।এখানে ভালো ফল হবে আশা করি।তিনি জানান আলিপুরদুয়ারের মানুষ আর ভুল করবে না আমি বলতে পারি।শিলিগুড়িতে মানুষকে ভুল বুঝিয়ে সিপিএমের বিরুদ্ধে ভোট দেওয়ানো হয়েছে।আর মানুষ সেই পথেই চালিত হয়েছেন।আমরা আলিপুরদুয়ারের মানুষকে বোঝাবো বিজেপী এবং তৃণমূল কংগ্রেস কেউই তাদের পর্যাপ্ত কাজের সূযোগ করে দিতে পারবে না,যেটা সিপিএম ক্ষমতায় না থেকেও করে দিতে পারবে।আর তাই সিপিএম কেই  ভোট দেবেন আলিপুরদুয়ারের সাধারন মানুষ।আশোক ভট্টাচার্য্য আরো জানান তিনি আশাবাদী যে আলিপুরদুয়ারে সিপিএম ভালো ফলাফল করবে।