গুমায় সম্প্রীতি সভা, ঈসালে সাওয়াব ও সেলাই মেশিন বিতরণ।

সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার গুমা মোজাদ্দেদিয়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ২২ তম ঈসালে সাওয়াব, সম্প্রীতি সভা ও গুণীজন সংবর্ধনার পাশাপাশি শীতবস্ত্র, মশারী, প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল, কানের শ্রবণ যন্ত্র ও মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা এবং ইমাম মুয়াজ্জিনদের সম্মানিত করা হয়।এদিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোহঃ কামরুজ্জামান, লক্ষীপুল সিনিয়র মাদ্রাসার সুপার মুফতি আলাউদ্দিন কাসেমী, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর আবু সিদ্দিক খান, প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সিয়ামত আলি, মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের রাজ্য নেতৃত্ব হাফেজ আজিজুদ্দিন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেহেনা খাতুন, গুমা মোজাদ্দেদিয়া সমাজ কল্যাণ সমিতির সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন, সভাপতি আলহাজ্ব এমদাদুল হক গোলদার, কোষাধ্যক্ষ জুলফিকার বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী রাকিবুল ইসলাম, সিরাত সদস্য হাফেজ সাজ্জাদ আলি প্রমুখ।সংস্থার সম্পাদক সিদ্দিক হোসেন বলেন, এদিন প্রায় ৩০০ লোককে বস্ত্র দেওয়া হয়, ২৫০ জনকে মশারী, ৫ জনকে প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল, পা ভ্যান এবং ৪ জনকে কানের মেশিন সহ ১৮ জন ইমাম মুয়াজ্জিনকে সংবর্ধনা দেওয়া হয়।মোহঃ কামরুজ্জামান বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বায়ান বক্তব্যে যা বলেন তাতে বাস্তবে কোন মিল পাওয়া যায় না। তিনি যদি সত্যিকারে সাবকা সাথ সাবকা বিকাশ করতেন তাহলে দেশে আপামর জনসাধারণের এতো দারীদ্র্তা, কষ্ট থাকতো না, সিয়ামত আলি বলেন, মানুষ ঠিকমতো খেতে পায় না, ভাত পায় না, কর্মসংস্থান নেই অথচ ধর্মীয় জিগির তুলে মানুষে মানুষের মাঝে বিভেদ তৈরি করছেন, এদানিং দেশে মুসলিম পড়ুয়াদের পোশাক পরিধান নিয়ে যে নোংরা রাজনীতি চলছে প্রধানমন্ত্রী মোদিজী চুপচাপ আছেন যা ভাবতে অবাক লাগে।সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, এতো মানুষের পাশে দাঁড়িয়ে সিদ্দিক হোসেন সাহেবরা যেভাবে সহায়তা প্রদান করলেন সত্যি প্রশংসনীয়।এদিন রাতে ঈসালে সাওয়াব মহফিলে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী, মাওলানা আজমাতুল্লাহ, মুফতি জিয়াউল হক মাজাহারী,মুফতি আলাউদ্দিন সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে।