ফরওয়ার্ড ব্লকের দলীয় কর্মী সভা সিউড়িতে

 

    নিজস্ব সংবাদদাতা – সারা দেশজুড়ে সম্প্রতি 22 শে জুন পালিত হলো সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস। নেতাজির আদর্শকে ঐদিন সামনে রেখে দলীয় কার্যালয়ে গুলিতে ছিল সাজো সাজো রব। রবিবার সেই 80 তম প্রতিষ্ঠা দিবস এর পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা কমিটির পক্ষ হইতে সিউড়িতে একটি দলীয় কর্মী সভার আয়োজন করা হয়। এই কর্মীসভায় আলোচ্য বিষয় গুলি ছিল


    ১/দারিদ্র্য, বেকারত্ব ,শিক্ষা ও স্বাস্থ্য হীনতা মুক্ত ঐক্যবদ্ধ নতুন ভারত বর্ষ গড়ে তোলা
    ২/ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাকে দ্রুত সম্প্রসারিত করা
    ৩/ন্যায়- সমতা , ব্যাক্তিস্বাধীনতা , শৃঙ্খলা- সামাজিক সম্প্রীতি ও জাতীয় সংহতি এবং প্রেমের ভিত্তিতে দেশের সমাজতান্ত্রিক পূর্ণ গঠনের কাজ ত্বরান্বিত করা।
    ৪/শিল্প ও কৃষি সকল প্রকার উৎপাদন ও বন্টন ব্যবস্থার সামাজিকীকরনের কাজকে বাস্তবায়িত করা
    ৫/উগ্র জাতীয়তাবাদী হিন্দুত্ব, সংখ্যালঘু নির্যাতন হিংসা ও ধর্মীয় বিভাজন ও গণতন্ত্রবিরোধী ফ্যাসিবাদী একনায়কত্ব কে পরাস্ত করতে ঐক্যবদ্ধ বাম সংহতি গড়া


    ৬/নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতীয় মতে ও পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে বলে এই কর্মী সভা থেকে অঙ্গীকার করা হয়। এদিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পর্যবেক্ষক কম: বিভাস চক্রবত্তী , জেলা সম্পাদক কম: দীপক চ্যাটার্জী ,কম: বিজয় বাগদী, কম: রেবতী ভট্রাচায্য , কম: আনারুল হক, কম: স্বপন মুখার্জি , কম: নিয়তি ভান্ডারী, কম: দেবীদাস ব্যানার্জী, কম : কামাল হোসেন ছাড়াও দলের সক্রিয় সদস্য ও সদস্যাগণ।