|
---|
আর এ মণ্ডল,পাত্রসায়ের : আজ ২৬ জানুয়ারী ২০২৩, বিশ্বের অন্যতম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতের ঐতিহ্য মণ্ডিত ঐতিহাসিক দিন,- “প্রজাতন্ত্র দিবস।” বাঁকুড়া জেলা জমিয়তে উলামায়ে হিন্দ-এর কার্য্যালয় সংলগ্ন কাঁটাদিঘী খলিলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে
৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো। জাতীয় পতাকা উত্তোলন করেন বাঁকুড়া জেলা জমিয়তের সম্পাদক হাফেজ আকিল আহমাদ।উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা সহ সভাপতি প্রাক্তন ক্যাপ্টেন মুহাম্মাদ সামসুদ্দিন ইউনুস,কোষাধ্যক্ষ সামসুজ্জোহা,আই টি সেলের শাকিল আক্তার এবং বিশিষ্ট সমাজ সেবী মতিউর রহমান, মেহতাব মিদ্যা ( উপপ্রধান বেলুট রসুলপুর জি পি) প্রমুখ।
উপপ্রধান ফারুক মেহতাব বলেন যে,স্বাধীনতা সংগ্রামে উলামাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা।অনস্বীকার্য এই অবদান না থাকলে হয়তো দেশের স্বাধীনতা আরও পিছিয়ে যেতো।
অতঃপর মাওলানা মুহাম্মাদ সামসুদ্দিনের দোওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুরূপ ভাবে ইন্দাস ব্লকের আয়োজনে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় রোল বড়ো মসজিদ প্রাঙ্গণে।এখানেও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা জমিয়তের সম্পাদক হাফিজ আকিল আহমাদ।ছিলেন জেলার সহ সভাপতি প্রাক্তন ক্যাপ্টেন মুহাম্মাদ ইউনুস, সহ সম্পাদক নিয়ামত আলি মণ্ডল, ব্লক ইমাম পরিষদের সম্পাদক মাওলানা হানিফ সাহেব,ব্লক জমিয়ত এবং ইমাম পরিষদের সভাপতি কাজী শাহাবুদ্দিন, ব্লক জমিয়তের সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল ও রোল শাখার সম্পাদক এবং সঞ্চালক আব্দুস সুকুর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ। অন্যান্য বিশিষ্টদের মধ্যে ছিলেন প্রাক্তন শিক্ষক বাবু কাজী ও এলাকার কিছু বিশিষ্টজন। ছিলেন জমিয়তের আই টি সেলের সদস্য হারুন অল রশিদ ও আজিজুল ইসলাম প্রমুখ। অতঃপর হাফিজ আকিল আহমাদ এর প্রার্থনার পর অনুষ্ঠান শেষ হয়।