আমেরিকান রিপোর্টে দেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থান দখল করল

নতুন গতি ডিজিটাল ডেস্ক: ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্টের রেংকিংয়ে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান দখল করল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি পালনের সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে এমন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়কে জাতীয় গুরুত্ব দিয়ে এক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের শিরোপায় পৌঁছে দিল।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তারিক মানসুর ফ্যাকাল্টি মেম্বার ও ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়কে সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার নিরলস প্রচেষ্টা ও কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন এই বিশ্ববিদ্যালয় গত কয়েক মাস ধরে কোভিদ মহামারীর সময় উচ্চতর শিক্ষার শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে অভিভূত হওয়ার পথে প্রতিবন্ধকতাগুলো নিরলসভাবে দূরে সরিয়ে দিতে পেরেছে। বিশ্ববিদ্যালয় রেঙ্কিং কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম সেলিম বেগ বলেন মুসলিম। বিশ্ববিদ্যালয় জাতীয়-আন্তর্জাতিক র্রেংকিংয়ে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ক্রমাগত উচ্চ স্থান অর্জন এর মাধ্যমে একটি সেরা ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে তার যোগ্যতা ও শক্তি প্রমাণ করে চলেছে।