মসজিদের মাথায় গেরুয়া পতাকা, বিশ্ব হিন্দু পরিষদের মিছিলের পর আতঙ্কিত মধ্যপ্রদেশের গ্রাম

নতুন গতি ডিজিটাল ডেস্ক: বাড়ির দরজা, জানলা ভাঙা, দেওয়ালে দেওয়ালে লিখে দেওয়া হয়েছে ‘‌জয় শ্রী রাম। বিশ্ব হিন্দু পরিষদের মিছিলের পর মধ্যপ্রদেশের মান্দসুর জেলার দোরানা গ্রামের চিত্রটা ঠিক এরকম। অন্তত ৫ হাজার সমর্থকের ওই মিছিলে ছিল না পুলিশি নিরাপত্তা। বাধ্য হয়ে আতঙ্কগ্রস্ত গ্রামবাসীরা পরের দিন থানা গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন। গত সপ্তাহে এরকমই একটি মিছিল বেরিয়েছিল। সেবার ওই হিন্দু মিছিলকে দোরানায় ঢুকতে দেননি গ্রামবাসীরা।

    তাঁরা বলছেন, ‘‌ঔরঙ্গজেবের বংশধর’–দের ‘‌সবক’‌ শেখাতে ফের মিছিল বের করে গ্রামে ভাঙচুর চালান গ্রামবাসীরা। অভিযোগ, মসজিদের মাথায় উঠে গেরুয়া পতাকাও লাগিয়ে দেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা‌। মালওয়া–নিমুচ অঞ্চলের দোরানা সহ তিনটি গ্রামে সাম্প্রদায়িক সমস্যা লেগেই থাকে। গ্রামে আরএসএস সংগঠনেরও দাপট রয়েছে। দোরানা গ্রামের ৫০০ পরিবারের মধ্যে ৮২টি মুসলিম পরিবার রয়েছে। জানা গেছে, অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য চাঁদা তুলতেই ওই মিছিল ডেকেছিল বিশ্ব হিন্দু পরিষদ। মজসিদের মাথায় উঠে গেরুয়া পতাকা লাগানোর ভিডিও ভাইরাল হতে আলোকবৃত্তে আসে গোটা ঘটনা