আলিগড়ে বিশ্ববিদ্যালয়ের এক হাজার পড়ুয়ার বিরুদ্ধে মামলা

নতুন গতি ওয়েব ডেস্ক: কেন্দ্রের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পড়ুয়াদের আন্দোলন ভেস্তে দিতে পড়ুয়াদের উপর ঝাঁপিয়ে পড়েছিল যোগীর রাজ্যের পুলিশ। এখানেই শেষ নয়, এক হাজার পড়ুয়ার বিরুদ্ধে মামলাও দায়ের করে পুলিশ। পুলিশ অবশ্য বলছে– যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা সবাই ‘অজ্ঞাতপরিচয়’ পড়ুয়া। উল্লেখ্য, পুলিশের একটি রিপোর্টে আগে উল্লেখ করা হয়েছিল ১০ হাজার পড়ুয়াকে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু, পরে পুলিশের পক্ষ থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়, ১০ হাজার নয়, সংখ্যাটা হবে এক হাজার। তথ্যগত ত্রুটির কারণে এমনটা হয়েছে। অর্থাৎ, এক হাজার অজ্ঞাতপরিচয় পড়ুয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। এই প্রসঙ্গে আলিগড়ের বিশেষ পুলিশ সুপার আকাশ কুলহারি বলেন, রিপোর্টে ‘ক্লারিকাল ত্রুটি’ ছিল।