আলিমপুর খানকা শরীফের উদ্যোগে রক্তদান শিবির

রহমতুল্লাহ সাগরদিঘী : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীতে রক্ত দান উৎসব গত ১৪ই জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত মোট ৫ টি রক্তদান শিবির হাতে নিয়েছিল তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট সুতরাং আজকে তার পঞ্চম তম রক্তদান শিবির এই শেষ শিবির অনুষ্ঠিত হয় সাগরদিঘীর আলিমপুর খানকাহ শরীফের উদ্যোগে। আর এই প্রথম খানকাহ শরীফে রক্তদান শিবির দেখে সকলেই এই উদ্যোগকে স্যালুট জানিয়েছে। বিশেষ করে প্রাবন্ধিক মজিবুর রহমান জানান সাগরদিঘীতে

    রক্তের জোয়ার এনেদিয়েছে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট যা গোটা মুর্শিদাবাদ জেলাজুড়ে নজির সৃষ্টি করেছে,
    এর আগে কাবিলপুরে ১০০ জন, উলাডাঙ্গায় ১০১ জন, ডিহি বরজ মাদ্রাসায় ৬৫জন, চর গয়েশপুরে ৮৮জন, এবং আজকে শেষ শিবির চারগাছি আলিমপুর খানকাহ শরীফে ১০২জন, এই মোট পাঁচটি জায়গায় মূলত রক্তদান উৎসব হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান এবং তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায়। এই জুলাই মাসে ধারাবাহিক রক্তদান শিবির দেখে বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে সাগরদিঘী এলাকাবাসী সকলের সাধুবাদ জানিয়েছে।
    বিশেষ করে আলিমপুর খানকা শরীফে এই প্রথম রক্তদান শিবির হাওয়াই মানুষের মধ্যে অনেক অনুপ্রেরণা পাওয়া গেছে।
    আলিমপুর খানকা শরীফের মেজ হুজুর আব্দুর রহিম জানান আমাদের খানকা শরীফে প্রতি বছরে একটি বড়ো উৎসব হয় ওরস মোবারক সুতরাং সেই দিন প্রায় ১০ থেকে ২০ হাজার মানুষের সমাগম ঘটে ফলেই সেই দিন রক্তদান শিবির করলে প্রায় এক হাজার মানুষ রক্তদানে এগিয়ে আসতে দেখাযাবে, সুতরাং সেই দিন অনুষ্ঠান করবো।
    তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম জানান আমরা খানকা শরীফে জীবনদানের মতো কর্মসূচি পালন করতে পারবো বলে ভাবিনি সুরতরাং আমাদর ৫টি শিবির সুন্দর ভাবে পালিত হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি সাঞ্চলনা করেন সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ।