|
---|
আজিজুর রহমান,গলসি : সিপিআইএম গলসি ২ এরিয়া কমিটির এর ডাকে গলসিতে একটি মিছিল সংগঠিত হল। মিছিলটি গলসি উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে গোটা বাজার পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ের কাছে এসে শেষ হয়। মিছিল থেকে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ জানানো হয় দলীয় পক্ষ থেকে। ওই মিছিল থেকে “চোর ধরো জেল ভরো” স্লোগান দেন বাম নেতাকর্মীরা। স্লোগান দেন সারা ভারত কৃষক সভার গলসি ২ আঞ্চলিক কমিটির সম্পাদক সেখ সাইফুল হল, সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক জাফর কাজী ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের গলসি ২ আঞ্চলিক কমিটির সম্পাদক, মনসিজ হোসেন। পাশাপাশি মিছিল থেকে দূর্নীতিগ্রস্ত সকল তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেফতার সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী জানানো হয়। সারা ভারত কৃষক সভার গলসি ২ আঞ্চলিক কমিটির সম্পাদক সেখ সাইফুল হক বলেন, ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। তার অভিযোগ রাজ্য এসএসসি, পিএসসি, প্রাইমারি, প্রাইমারি টেট ও আপার প্রাইমারি সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা আত্মস্যাৎ করেছেন। এর ফলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামে ভেঁঙে পরেছে। তার দাবী অবিলম্বে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করে নিয়োগ প্রক্রিয়ায় সচ্ছতা আনতে হবে। এবং শুধু কান টানলে হবে না মাথাদের গ্রেপ্তার করতে হবে। যতদিন প্রযন্ত সকল অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে ততদিন তারা রাজ্যজুড়ে আন্দোলন চলিয়ে যাবেন।