আমতায় কুরআন বিতরণ কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা : বিশ্ব নবী দিবস উপলক্ষে আমতার খড়দহ গ্রাম ও তেতুলিয়া পাড়া এই দুটি গ্রামে অনুষ্ঠিত হলো কুরআন বিতরণ কর্মসূচী।খড়দহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা আনারুল আয়মাদার সাহেব এর আয়োজনে ও তত্ত্বাবধানে খড়দহ ও তেতুলিয়া পাড়া এই দুটি গ্রামে অনুষ্ঠিত হলো কুরআন বিতরণ কর্মসূচী। মাওলানা আনারুল সাহেব আল কুরআন এর তেলাওয়াত ও তার বঙ্গানুবাদ পাঠের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয় ।প্রোগ্রামে বক্তব্য রাখেন গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কোরআনের সাতটি ভাষায় অনুবাদ পৌঁছে দেওয়ার কান্ডারী,আল কুরআন একাডেমী লন্ডন এবং দ্যা কুরআন স্টাডি সার্কেলের কনভেনর মাওলানা মহ: রাকিব হক সাহেব উনার বক্তব্যে বলেন কুরআন এসেছে নিজের জীবন গঠন করার জন্য তাই কুরআন না বুঝলে কিভাবে কুরআন দিয়ে জীবন গঠন করবে ,কুরআন এর সাথে যে জুড়বে সে পৃথিবীর শ্রেষ্ট হয়ে যাবে ঠিক নবী সাহাবাদের মতো।প্রত্যেকটা কিতাবের লেখক তার কিতাবে ভুল থাকতে পারে বলে জানিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামীন কুরআনের প্রথমেই ঘোষনা করেছেন যে এই কিতাবে কোনো সন্দেহ নেই।পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যেটা মানুষ পুরোটা মুখস্থ করে একমাত্র কুরআন শরীফ যেটা লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করে রেখেছেন।মানুষকে কুরআন গিফট করতে হবে,এটা সদকা জারিয়া হিসাবে গণ্য হবে।এইভাবে আমাদের প্রচেষ্টা চালাতে হবে যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি হিন্দু ও মুসলমান মানুষের কাছে কুরআনের অনুবাদ পৌঁছে যায়।আর এ দায়িত্ত্ব আমাদের সকলকে নিতে হবে, আমাদের সকলকে কুরআনের কর্মী হতে হবে ।কুরআনের আলো প্রত্যেকটি হৃদয়ে জ্বালো,ব্যক্তি ,পরিবার,সমাজ ও রাষ্ট্রে কুরআনের আলো জ্বালানোর আহ্বান জানিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে কুরআনের জন্য কবুল করুন এই দোয়া করে উনি বক্তব্য শেষ করেন।

    উপস্থিত ছিলেন খড়দহ পাবলিক কালচারাল এন্ড ওয়েলফেয়ার সোসাইটি এর কর্নধার সেখ আব্দুল মতিন সাহেব। দ্যা কুরআন স্টাডি সার্কেল এর হাওড়া জেলা সদস্য বনি আমিন ভাই ও আরো অনেকে।দ্যা কুরআন স্টাডি সার্কেলের এহেন কর্মসূচি তে গ্রামবাসী গণ প্রশংসা করেন।