|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকরা তাদের বেতন কাঠামো বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কিন্তু রাজ্য সরকার তাদের এই দাবি দাবা পূরণে কোন ব্যাবস্থা নেয় নি। এবছরের শুরু থেকেই পার্শ্ব শিক্ষকরা তাদের আন্দোলনের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছিল। যেখানে বলা হয় আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের পড়াশুনোর সুবিধার জন্য একটি করে ট্যাব দেওয়া হবে। মাদ্রাসা শিক্ষার জন্যও এদিনের বাজেটে ৫০ কোটি টাকা বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী।
আজ রাজ্যের পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে সুবোধ মল্লিক স্কোয়ারে শুরু হয় গণ্ডগোল। অন্যদিকে বিধান সভা নির্বাচনের আগে আজ বিধান সভায় অন্তর্বর্তী বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের জন্য প্রতি বছর ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি এবং অবসরের সময় এককালীন ৩ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন।
এছাড়াও তিনি বলেন, রাজ্যের ২০০ টি স্কুলে রাজবংশী ভাষা পড়ানো হবে এবং অলচিকি ভাষা পড়ানোর জন্য আরও ১৫০০ শিক্ষক নিয়োগ করা হবে । মুখ্যমন্ত্রী আজ তার বাজেট বক্তৃতায় ‘তরুণের স্বপ্ন’ নামক একটি প্রকল্প ঘোষণা করেন ।