|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
আঙ্গারসন M.M. উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ও পূর্ব বর্ধমান জেলার পরিকল্পনা ও উন্নয়ন পরিষদের সদস্য প্রনব রায় , পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু। এছাড়াও উপস্থিত ছিলেন কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিলিমা কপ্টি , পিণ্ডিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জনা মণ্ডল , কালনা ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘরিয়া , আঙ্গারসন M.M. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতি সহ এলাকার বিশিষ্ট গুনিজনেরা। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাটক, সংগীত, আবৃত্তি, নৃত্য পরিবেশন করে। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।