রাতে মা উড়ালপুলে ফের দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক:- রাতে মা উড়ালপুলে (Maa Flyover) ফের দুর্ঘটনা। পরপর তিনটি গাড়ির একে অপরকে ধাক্কা। আহত দুই গাড়িচালক। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দুটি অ্যাপ ক্যাব ও একটি ট্যাক্সি একে অপরকে ধাক্কা মারে। পরে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিশ। ট্যাক্সিচালক মত্ত অবস্থায় ছিলেন ও তিনটি গাড়িরই গতি বেশি ছিল বলে পুলিশ সূত্রে খবর। গতকাল রাত সাড়ে ১১টার পর হঠাৎই তিনটি গাড়ি পরপর ধাক্কা মারে। পরে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিশ। তিনটি গাড়িকেই নিয়ে যাওয়া হয় প্রগতি ময়দান থানায়। গাড়িগুলির গতিবেগ যথেষ্ট বেশি ছিল বলেই পুলিশ সূত্রে খবর। দুটি গাড়ি পিছনের দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনাস্থলে দেখা যায়, গাড়ির বিভিন্ন অংশ, লাইটের টুকরো, কাঁচের টুকরো পড়ে রয়েছে ফ্লাইওভারের উপর। আহতদের নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ। উল্লেখ্য, রাতে শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিং করে পুলিশ। এমনকি গাড়ির বেপরোয়া গতি কমাতে একাধিকবার প্রচারও করা হয়েছে। কিন্তু তাতেও যে পরিস্থিতির পরিবর্তন হয়নি, তা রবিবার রাতের ঘটানআরও একবার প্রমাণ করে দিল। মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞায় বাইক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল গভীর রাতে কুলি-সাঁইথিয়া রাজ্য সড়কে মোড্ডার কাছে একটি কালভার্টে ধাক্কা মেরে বাইক-সহ নয়ানজুলিতে পড়ে যান চার আরোহী। পুলিশের দাবি, সকলেই মত্ত অবস্থায় ছিলেন। কুলি থেকে বেলগ্রামের দিকে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এর আগে গত সপ্তাহে মায়াপুরে ছাড়ি গঙ্গার জলে ডুবে মৃত্যু হল এক যুবক ও এক যুবতীর। বুধবার রাতে মায়াপুরের গঙ্গানগরে ঘটে। মৃত ওই দুজন হলেন ২১ বছর বয়সী মলয় সাহা ওরফে বিশ্বরূপ ও ৩৫ বছর বয়সী লীলা অবতার দাস। জানা যায়, মৃত ওই যুবক মায়াপুর হাসপাতাল পাড়ায় মামার বাড়িতে থাকত। তার আসল বাড়ি শক্তিনগরের বৈকুণ্ঠ সড়কে। অন্যদিকে ওই যুবতী চায়নার বাসিন্দা। ☺️