টানা ছয় মাস করোনার সাথে লড়াই করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অরুন নায়ার

নতুন গতি নিউজ ডেস্ক: টানা ছয় মাস করোনার সাথে যুক্ত অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অরুন নায়ার। পেশায় তিনি একজন ওটির টেকনিশিয়ান , কর্মসূত্রে আবুধাবিতে তার আসা। তার স্ত্রী ও একজন স্বাস্থ্য কর্মী । করোনাকালে তিনি একজন প্রথম শ্রেনীর করোনা যোদ্ধা বলে পরিচিত ছিলেন। অনেক মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন তিনি।

    ছয় মাস আগে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তিনি আইসোলেশনে ছিলেন। এরপর তার শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে আবুধাবিতে একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। করোনার কারণে তার ফুসফুস দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। সেই কারণে তাকে দীর্ঘ পাঁচ মাস আইসিইউতে ভর্তি থাকতে হয়েছে।

    একমাস আগে হাসপাতালের জেনারেল বেডে তাকে স্থানান্তর করা হয়। এই প্রসঙ্গে তাঁর স্ত্রী জানিয়েছেন গত ছয় মাস জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। বাড়িতে মানুষ বলতে তিনি আর তার ছোট সন্তান একেবারে দিশাহারা হয়ে পড়েছিলেন। এই সময় একটি বহুজাতিক সংস্থা 50 লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দেয় পরিবারটিকে । শুধু তাই নয় অরুণ এর স্ত্রীর একটা চাকরির ব্যবস্থা করে দেবে বলে জানিয়েছে ওই সংস্থা। তাদের সন্তানের পড়াশোনার যাবতীয় ভার গ্রহণ করবে তারা।

    এই প্রসঙ্গে অরুণ জানিয়েছেন নতুন করে আবার প্রাণ ফিরে পেলেন। তিনি ওই হাসপাতালের চিকিৎসকদের, পরিবার-পরিজন, বন্ধুবান্ধব , তার শুভাকাঙ্খীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এই কঠিন সময় তার পাশে থাকার জন্য।