|
---|
ইয়াহ ইয়া আহমদ বড়ভূইয়া(এ এ মামুন) আসাম ,১৯ সেপ্টেম্বরঃআসাম রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় বিধায়ক আলহাজ আনোয়ার হোসেন লস্কর ৯০ শতাংশ ফিট হয়ে উঠলেন এবং দশ শতাংশ আনফিট থাকলেও কিছু দিনের ভিতর আগের মতো ফিট হয়ে গুয়াহাটিতে পা-রাখছেন বলে বিশেষ সূত্রে জানাগেছে, বিশেষ করে বিধায়ক আনোয়ার লস্করের মুখে পূর্বের সেই তেজ সম্প্রতি পাওয়া যাচ্ছে, যা বিধায়কের ভক্ত মহলের জন্য খুঁশির খবর বটে এবং শরীর ভালভাবে কাজ ও করছে। এদিকে ফোনযোগে আসামের প্রতিবাদী কণ্ঠ বিধায়ক আনোয়ার হোসেন লস্কর বলেন, আল্লাহ-র অশেষ দয়ায় এবং সবার দোয়া- আশীর্বাদে সুস্থ হয়ে উঠলাম, শরীরে আগের মতো সেই শক্তি পেলাম,আর গত জুম্মার নামাজ পড়ে বেশ খুঁশি হয়েছি। কারণ জীবনে নামাজকে বেশি গুরুত্ব দিতে ভালোবাসি, আর আল্লাহ তায়ালার বিধান আমার কাছে সবার উপরে এবং শেষে সবার কাছে আবার ও দোয়া চাইলেন তিনি । উল্লেখ্য, এআইইউডিএফ দলের টিকিট নিয়ে আলহাজ আনোয়ার হোসেন লস্কর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে আসাম রাজ্যের হাইলাকান্দি সমষ্টি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ,বিধায়ক হওয়ার পর বিভিন্ন ঈস্যু নিয়ে চটজলদি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়াতে বিধায়কের ঝুড়ি মেলা ভার ছিল ,এতে স্বল্প সময়ে আসাম রাজ্যের মধ্যে বিধায়ক আনোয়ার হোসেন লস্কর বেশ জনপ্রিয়তা লাভ করেন এর প্রমাণ ও পাওয়া গিয়েছিল বিধায়কের গুরুতর অসুস্থতার সময়ে এবং ভারতবর্ষের খ্যাতনামা “মেদান্তা হাসপাতাল” থেকে ছাড়া পেলেও এখনও বিধায়ক দিল্লীতে রয়েছেন ।এদিকে গুয়াহাটিতে বিধায়কের আগমনের অপেক্ষায় রয়েছেন হাজার হাজার জনতা । গুয়াহাটিতে আসার পর বরাক উপত্যকার হাইলাকান্দি,করিমগঞ্জ এবং কাছাড় জেলার পাশাপাশি ধুবড়ি, বরপেটা ,নগাও থেকে বিধায়ককে দেখতে গুয়াহাটিতে পাড়ি দিতে পারেন অনেকেই যার সংখ্যা দাড়াতে পারে কয়েক হাজার।এবং বর্তমানে বিধায়কের সঙ্গী রয়েছেন আনোয়ার হোসেন ফ্যান্স ক্লাবের আজাদ লস্কর,মিন্টু লস্কর,রেজা মজুমদার ,আপ্পু বড়ভূইয়া,এবং বিধায়ক ভ্রাতা ডি লস্কর প্রমুখ।