|
---|
শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখার উদ্যোগে রবিবার সকালে চন্দ্রকোনা রোডের বিদ্যাসাগর মঞ্চের সম্মুখে নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তির পাদদেশে এলাকার লেখক-শিল্পী-বুদ্ধিজীবিদের ব্যবস্থাপনায় করোনা পরিস্থিতির কারণে লকডাউনে বিপন্ন ‘দিন আনা দিন খাওয়া” ৫০টি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে মুড়ি,পেঁয়াজ,আলু,সাবান ও ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়।
এই ত্রাণ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব নীলাঞ্জন ব্যানার্জী,আঞ্চলিক শাখার সম্পাদক উত্তম পানি, জেলা নেতৃত্ব মিহির পাঠক , গণপতি ঘোষসহ অন্যান্য কবি,সাহিত্যিক,লেখক ও শিল্পীগণ।সূচনায় সংক্ষিপ্ত ভাষণে নীলাঞ্জন ব্যানার্জী বলেন,মানুষ আজ বড় বিপন্ন, এই সময়েই লেখক শিল্পীদের আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসা প্রয়োজন।সমস্ত কর্মসূচি টি সোশ্যাল ডিস্টেন্স মেনে সংগঠিত হয়। লেখক-শিল্পীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জণগণ।