|
---|
নিজস্বসংবাদদাতা : উওর চব্বিশ পরগনার অশোকনগর থানার আঞ্জুমান জমিয়ত উলামার উদ্দোগে রন্ধনগাছা শাখা কমিটির ব্যবস্থাপনায় হাজী সংবর্ধনা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমান জমিয়ত উলামার সম্পাদক পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, মহ:নাজমুল ,মহ:সেলিম, মহ:আল আমীন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন শতাধিক হাজী সাহেব দের সংবর্ধনা দেওয়া হয়,ও ষাট জন রক্তদান করেন।সারা বছর ধরেই সামাজিক কাজ করে থাকেন আঞ্জুমান জমিয়ত উলামা।এই মহতী অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলেই উপস্থিত ছিলেন।প্রশাসনিক আধিকারিকবৃন্দ সাহায্য সহযোগিতা করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই রক্তদান শিবির এর গুরুত্ব তুলে ধরেন।পাশাপাশি করোনা লকডাউনের ফলে হাসপাতালের রক্তের সংকট দেখা দেয়। একটু স্বাভাবিক হতে আঞ্জুমান জমিয়ত উলামার সমস্ত সদস্যবৃন্দ এই রক্তদান শিবির করার জন্য সমাজের বিশিষ্টজনেরা সকলেই সাধুবাদ জানান।আঞ্জুমান জমিয়ত উলামার সম্পাদক পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী বলেন এক শ্রেণীর মানুষ ধর্মীয় বিভাজন করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তা সফল হবে না