রাজনন্দিনী কাপে বিশেষ অতিথি ক্রিস গেল, মাঠে ভিড়ের কারণে বিশৃঙ্খলা

নিজস্ব সংবাদদাতা :২৯ জানুয়ারি রবিবার বর্ধমানে গেইলের পদার্পণ। স্থানীয় ব্যবসায়ীদের বিশেষ উদ্যোগে প্রত্যেক বছর বর্ধমানের মালির মাঠে আয়োজন করা হয় রাজনন্দিনী কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই বার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেট প্লেয়ার ক্রিস গেইল। মাঠের ভিড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিগত বছর গুলিতে এই টুর্নামেন্টে অতিথি হিসেবে বিভিন্ন ভারতীয় তারকা ক্রিকেটাররা এসেছিলেন। অতিথি হয়ে এসেছিলেন অনেক নামী দামী ক্রিকেটাররা । দিলীপ বেঙ্কসরকার থেকে শুরু করে কপিল দেব, হরভজন সিং, গৌতম গম্ভীররা। এছাড়া আরেক কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারাও অতিথি হয়ে এসেছিলেন । রাজনন্দিনী কাপ জেলার জনপ্রিয় টেনিস বল টুর্নামেন্ট। ২০২০ সালে রাজনন্দিনী কাপে ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ব্রায়ান লারা এসেছিলেন। এই বার সেই তালিকায় যোগ দিলেন ক্রিকেটের বিগ হিটার ক্রিস গেইল। ক্যারিবিয়ান সুপারস্টারকে দেখতে বর্ধমানে ভিড় জমায় ক্রিকেট প্রেমীরা। তাকে দেখতে উপচে পড়ে ভিড়। আর এই ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় বর্ধমান থানার পুলিশকে‌।এদিন গেইল মাঠে আসার পড়ে হুডখোলা গাড়ি করে মাঠের চারদিক প্রদক্ষিন করেন। তারপর বেশ কিছুক্ষণ গেষ্ট রুমে থাকবার পড়ে বেরিয়ে যান। কিন্তু এই উপচে পরা ভিড়ের কারণে বিশৃংখলা দেখা দেয় তাই পরে সাংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ খুলতে পারেননি।