মঙ্গলবার দুপুরে গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা :মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজোল কলেজ মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন। সেই জন্য চলছে জোর কদমে প্রস্তুতি। মালদা সহ দুই দিনাজপুরের প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে সভা করার কথা রয়েছে তাঁর। এই সভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সভার থেকে একশো মিটার দূরে হেলিপ্যাড বানানো হয়েছে। এই সভায় বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। দর্শক, কর্মী সমর্থক, সাধারণ মানুষের জন্য বানানো হয়েছে তিনটি হ্যাঙ্গার। যাতে সকলে সুষ্ঠুভাবে বসতে পারেন তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি হ্যাঙ্গারে বুঝতে পারবেন ১৫ হাজার থেকে ২০ হাজার মানুষ। এছাড়া কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সাথে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকবে।