|
---|
কলকাতা: রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ও অংক এই তিন ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ক্যালকাটা গার্লস কলেজে পালন করা হলো ‘আজাদী কা অমৃত উৎসব’। তুলে ধরা হলো ‘বিজয় ভবো’ নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিভিন্ন রকমের নৃত্য, সঙ্গীত ও যন্ত্রসঙ্গীতের মাধ্যমে পালন করা হলো এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন ছাত্র থেকে শিক্ষক-শিক্ষিকারা সবাই ও কিছু বিশিষ্ট অথিতি। শিক্ষার্থী ও অতিথিদের অভিনন্দন দেওয়া হয় অনুষ্ঠানে।
স্বাগত সম্বোধন দেন কলেজ প্রিন্সিপাল ডক্টর সত্য উপাধ্যায়। ফেলিসিটেশনে ছিলেন লাইব্রেরিয়ান মিস শাশ্বতী ভট্টাচার্য, বাংলা ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুপ্রীথা মুখোপাধ্যায়, ইতিহাস ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ নন্দিনী ভট্টাচার্য, উর্দু ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার নাইম আনিস, কমার্স ডিপার্টমেন্টের প্রফেসর শ্রীমন্ত কুমার পাল ও হেড ক্লার্ক পার্থ সাহা।