|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “কিশোরকে নিগ্রহ পুলিশকর্মীর” এই নির্মম ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর উঠেছে নিন্দার ঝড়। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরার নন্দেসারি এলাকায়। জানা গেছে ওই পুলিশকর্মীর নাম শ্রীকান্ত এবং ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, রাতের ডিউটি দিতে হয় এলাকায় এসেছিল শ্রীকান্ত। পুলিশের গাড়ি দেখে খেলার ছলে ওই গাড়ির কাছে আসে কিশোর। তাতেই বিরক্ত হয় এই পুলিশকর্মী এবং এরপর শুরু হয় নির্মম অত্যাচার। গোটা বিষয়টিই খেয়াল করছিলেন ঘটনাস্থলে উপস্থিত জনতা, তারা পুলিশকর্মীকে নিরস্ত করারও চেষ্টা করেন। কিন্তু পুলিশকর্মী তাতে খুব একটা পাত্তা দেননি। তিনি নিজের কাজ চালিয়ে যান।