|
---|
নুর মোহাম্মদ খান: আরামবাগ, প্রকাশিত হলো মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল ও হাই মাদ্রাসার রেজাল্ট। গত কাল বেলা ১১ টা থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত করা হয় মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফলাফল। এই বছর ফাজিল (উচ্চমাধ্যমিক) পরীক্ষার ফলাফলে সাড়া জাগানো ফলাফল হয়েছে হুগলি জেলায় এ বছর ফাজিলে প্রথম স্থান অধিকার করেছেন দুইজন ভাগ্যক্রমে ফুরফুরা সিনিয়র মাদ্রাসার (হুগলী) ছাত্র একজন আবু বক্কর অপরজন উজায়ের সিদ্দিকীদু জনেরই প্রাপ্ত নাম্বার ৫৫৪ , তৃতীয় স্থান অধিকার করেছে পিরনগর নববীয়া সিনিয়ার মাদ্রাসার(হুগলী) ছাত্র শেখ মোহ: মোফিজুল্লাহ তার প্রাপ্ত নাম্বার ৫৪০ পিতা একজন প্রান্তিক চাষী অল্প বয়সেই সংসারের পরিস্থিতি দেখে মোফিজুল্লহ্ কে যেতে হয়েছে মাঠে চাষের কাজে সাহায্য করতে কখনও বাজারে সবজির বেচতে কিন্তু তার অদম্য জেদ তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের চুড়ায় ,পরবর্তীতে সাহায্য পেলে মোফিজুল্লাহ জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আরবী সাহিত্য নিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করেছে , তাকে মাদ্রাসাতে গিয়ে সমজিক দূরত্ব মেনে আরামবাগ প্রশাসন এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ হইতে সংবর্ধিত করা হলো , রাজ্য সরকারের পক্ষ হইতে মানপত্র ফুলের স্তবক এবং প্রয়োজনীয় কিছু সামগ্রী প্রদান করা হয় , আরামবাগ প্রশাসন এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ হইতে মোফিজুল্লাহ্ কে উচ্চশিক্ষায় সাহায্যের আশ্বাস দেয়া হয় , স্থানীয় প্রধান হরিণখোলা ১, আব্দুল আজিজ খান উচ্চশিক্ষায় সমস্ত প্রকার সাহায্যের আশ্বাস দেন, বলেন উপস্থিতিত ছিলেন আরামবাগ সি.আই অফিসার সুজন দে , আরামবাগ পঞ্চায়েত শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি , আরামবাগ পঞ্চায়েত সমিতির সদস্য যুবনেতা চিন্ময় রায় , বনদপ্তর কর্মদক্ষ সুনীল সামন্ত হরিনখোলা ১পঞ্চায়েতের প্রধান আব্দুল আজিজ খান (লাল্টু খান) পীরনগর নববীয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক জানাব রেজাউল করিম মহাশয় , মাদ্রাসার শিক্ষক খন্দকার আবু আশরাফ সাহেব ,শিক্ষক রুহুল কুদ্দুস সাহেব আরো অন্যান্য বিশিষ্টজনেরা ।