|
---|
নবাব মল্লিক, মথুরাপুর: আবারও সাফল্য কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের। মাধ্যমিকে এই স্কুলের এক ছাত্র রখিয়াজ মোল্লা ৭০০ এর মধ্যে ৬৮১ পেয়ে এলাকায় সাড়া ফেলে দিয়েছিল। এর এবার উচ্চমাধ্যমিকেও সেই ধারা অব্যাহত ওই স্কুলেরই এক ছাত্র মনোয়ার মোল্লা ৫০০ এর মধ্যে ৪৭৯ পেয়ে নজির গড়ল। অভাবী পরিবারের মেধাবী ছাত্র ভবিষ্যৎ এ ভালো মহাবদ্যালয়ে ভর্তি হতে চায়। দূরশিক্ষার ক্ষেত্রে দারিদ্রতা বাধা হয়ে দাড়িয়েছে বলে খবর। মনোয়ারের বাবা মান্নান মোল্লা আগে দর্জির কাজ করতেন। বর্তমানে অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন তিনগ। মাও দীর্ঘদিন অসুস্থ হয়ে বাড়িতে রয়েছে বলে খবর। পড়াশোনার ফাকে দর্জির কাজ করে চলত সংসারের উপার্জনের কাজ। উচ্চমাধ্যমিকের ফলাফলের পর ছেলের দূরশিক্ষার ব্যবস্থা কি ভাবে হবে তা নিয়ে চিন্তায় পরিবার।