আজানে নিষিদ্ধ লাউডস্পিকার, নির্দেশ কোর্টের

আজানের জন্য আর লাউড স্পিকার নয়। খালি গলায় আজান জানাতে হবে। নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের।

    আদালত জানায়, আজান ইসলামের অঙ্গ। কিন্তু লাউডস্পিকার ইসলামের অঙ্গ না। লাউড স্পিকারে আজান দিলে অন্যের ঘুমের অসুবিধা হয়। এটা অন্যের অধিকারে হস্তক্ষেপ। তাই লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না।