|
---|
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট :
বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর ফ্লিম এন্ড ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে চলছে তিনদিনের ফ্লিম এন্ড ফটোগ্রাফি ফেস্টিভ্যাল। আর এই অনুষ্ঠান উপলক্ষ্যে স্টলের মাধ্যমে বালুরঘাট পৌরসভার উন্নয়নের খসড়া জন সমক্ষে তুলে ধরতে উদ্যোগী হলেন বালুরঘাট মহকুমাশাসক তথা বালুরঘাট পৌরসভার প্রশাসক ঈশা মুখার্জী। তিনি শুধু এই স্টলের মাধ্যমে বালুরঘাট পৌরসভার উন্নয়নের তথ্যই তুলে ধরেননি তিনি বালুরঘাটের বিভিন্ন স্বনির্ভর দলের তৈরী সামগ্রী বিক্রয়ের মাধ্যমে এই স্বনির্ভর দল গুলিকে স্বনির্ভর করারও উদ্যোগ গ্রহণ করলেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা জানান বালুরঘাটের মত ছোট শহরে একটি ফ্লিম ফেস্টিভ্যাল কে উৎসাহিত করতে ও বালুরঘাটের বিভিন্ন স্বনির্ভর দলকে সাহায্য এবং বালুরঘাট পৌরসভার উন্নয়নের তথ্য তুলে ধরতে মহকুমা শাষকের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবী রাখে। এই বিষয়ে বালুরঘাট কোর্টের পাবলিক প্রসিকিউটর সুভাস চাকি জানান বিগত তিন বছর ধরে এই ফ্লিম ফেস্টিভ্যাল চলে আসছে। আর এই ফ্লিম ফেস্টিভ্যাল কে সামনে রেখে বালুরঘাট পৌরসভার উন্নয়ন গুলি কে জন সমক্ষে তুলে ধরতে এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবী রাখে। রাস্তা ঘাট থেকে শুরু করে জল প্রকল্প, গরীব মানুষদের বাড়ি তৈরী করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই বালুরঘাট পৌরসভা ব্যাপক উন্নতি সাধন করেছে আর তা এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।