|
---|
নিজস্ব সংবাদদাতা :আজ, শুক্রবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন (Bandel Station)। চলাচল করবে না কোনও ট্রেন। এই অবস্থায় হাওড়া ও বর্ধমান থেকে ভায়া মেন লাইন বা কাটোয়া থেকে যারা যাতায়াত করবেন তাদের জন্যে সংক্ষিপ্ত স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।
হাওড়া থেকে চুঁচুড়া ও বর্ধমান থেকে খন্নান পর্যন্ত স্পেশাল ট্রেন চলবে আজ ২৭ তারিখ – ৮ জোড়া (হাওড়া থেকে চুঁচুড়া) ও ৭ জোড়া (বর্ধমান থেকে খন্নান) এর মধ্যে। আগামিকাল, শনিবার ও পরশু রবিবার , ২৮ ও ২৯ তারিখ ১৮ জোড়া (হাওড়া থেকে চুঁচুড়া) ও ১৪ জোড়া (বর্ধমান থেকে খন্যান) ৩০ তারিখ ১০ জোড়া (হাওড়া থেকে চুঁচুড়া) ও ৭ জোড়া ট্রেন (বর্ধমান থেকে খন্নান)।এ ছাড়া কাটোয়া থেকে ত্রিবেণি – ২৮ ও ২৯ তারিখ পাঁচ জোড়া করে স্পেশাল চলবে। যে সব দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে তা হল,
🔴 উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল ..🔵১৩০১১/১৩০১২ মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (২৮ থেকে ৩১ মে পর্যন্ত)।১৩০৫৩/১৩০৫৪ হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (২৭ থেকে ৩১ মে পর্যন্ত)।। 🔵১৩০৬৩/১৩০৬৪ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে পর্যন্ত)।। 🔵১৩১৪১/১৩১৪২ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে পর্যন্ত)।। 🔵১৩১৪৫/১৩১৪৬ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে পর্যন্ত)।। 🔵১৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (২৫, ২৭ ও ২৮ মে)।। 🔵১৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (২৮ ও ২৯ মে)। 🔵১৩১৬৩/১৩১৬৪ শিয়ালদহ-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (২৭, ২৮ এবং ২৯ মে)।🔵১৩১৬৯/১৩১৭০ শিয়ালদহ-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (২৬ এবং ২৭ মে)। 🔵১৫৭২২/১৫৭২১ নিউ জলপাইগুড়ি-দিঘা পাহাড়িয়া এক্সপ্রেস (২৭ এবং ২৮ মে)।। 🔵১৩৪৬৬/১৩৪৬৫ মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে)। 🔵১৫৬৪৪/১৫৬৪৩ কামাখ্যা-পুরী এক্সপ্রেস (২৬ এবং ২৮ মে)। 🔵১৩০৩৩/১৩০৩৪ হাওড়া-কাটিহার এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে)। 🔵১৩১৫৯/১৩১৬০ কলকাতা-যোগবাণী এক্সপ্রেস (২৭ এবং ২৮ মে)।। 🔵১৩১৫৩/১৩১৫৪ শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস (২৬ থেকে ৩০ মে)।। 🔵০৩১০১/০৩১০২ শিয়ালদহ-কামাখ্যা সামার স্পেশাল (২৭ এবং ২৮ মে)। 🔵০৫৭৫৪/০৫৭৫৩ নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল (২৭ মে)।। 🔵০২৫১৮/০২৫১৭ গুয়াহাটি-কলকাতা স্পেশাল (২৮ এবং ২৯ মে)।🔵০৩১২৯/০৩১৩০ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ সামার স্পেশাল (২৬ এবং ২৭ মে)।তবে কাটোয়া বা বর্ধমান থেকে যাতায়াতের জন্যে যদি বাসের প্রয়োজন হয় তাহলে প্রস্তুত আছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। তারা প্রয়োজনে বাস চালিয়ে দেবে।