বর্ধমানের উপকণ্ঠে বড়শুলে স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষককে বিদায় সংবর্ধনা দিল।

লু তুব আলি ; ৩১ মে বর্ধমানের উপকণ্ঠে বড়শুলে স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষককে বিদায় সংবর্ধনা দিল। বর্ধমান ২নং ব্লকের বড়শুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এর শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত বিশ্বাস আজ অবসর নিলেন। ড. আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন চ্যারিটি এই সংবর্ধনার আয়োজন করেছিল। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ কুমার মালিক সম্বর্ধনা দেন। উল্লেখ্য, সারা রাজ্যব্যাপী বিদ্যালয়গুলিতে ছুটি চলায় জয়ন্ত বিশ্বাস এর নির্দিষ্ট অবসরের দিনে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া সম্ভব হয়নি। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সংবর্ধনার আয়োজন করায় নিশীথ কুমার মালিক সন্তোষ প্রকাশ করেন। এই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শেখ আলমগীর হোসেন বলেন, সমাজের বিশেষ বিশেষ মানুষকে সম্মাননা জ্ঞাপন করা ছাড়াও তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বনসৃজন সহ একগুচ্ছ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শেখ আনিসুর জামান, সহ-সম্পাদক শেখ মোহাম্মদ হাবিব, বড়শুল ২নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, নিবেদিতা দাস, শেখ মোহাম্মদ সিরাজ উদ্দিন, সেখ শুকুর, শেখ নাজির প্রমুখ।