|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল বড়শুল উৎসব। বর্ধমান শহরের উপকণ্ঠে বর্ধমান ২নং ব্লকের অন্তর্গত বড়শুলে শুরু হল নব আঙ্গিকে, নবরূপে বড়শুল উৎসব। ২৪ ডিসেম্বর বিনম্র বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের প্রারম্ভিক সূচনা হয়। শোভা যাত্রার অব্যবহিত পর বড়শুল সিডিপি উচ্চ বিদ্যালয়ের মাঠে উৎসবের মূলমঞ্চে আনুষ্ঠানিক সূচনা করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। প্রাণ প্রেম প্রয়াস এই বার্তা দিয়ে উৎসবের শুভ উদ্বোধন হয়। বর্তমান সময়ে প্রাণ প্রেম প্রয়াস এই তিনটি শব্দ মানুষের জীবনে ক্রাইসিস তৈরি করেছে। এই তিনটি প্রাসঙ্গিক শব্দের চরম সংকট দেখা দেওয়ায় বড়শুল উৎসব কমিটি এই ভাবনার উপর গুরুত্ব আরোপ করে উৎসবে উৎসর্গ করা হয়েছে। উৎসবে স্বাগত ভাষণ দেন বড়শুল উৎসব কমিটির সম্পাদক তথা বড়শুল ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার। উৎসবের শুভ সূচনা করে বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, পূর্ব বর্ধমান জেলার বড়শুল একটি ঐতিহ্যপূর্ণ জায়গা। সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের পীঠস্থান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাজ্যের আর্থ-সামাজিক ব্যবস্থাপনার মৌলিক পরিবর্তন ঘটানোর ও সাংস্কৃতিক আন্দোলনকে শাণিত করতে। উৎসবে সকল অতিথিদের স্বাগত জানান উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা শেখ মোঃ হাবিব, শেখ নাজির হোসেন, মোঃ সিরাজ উদ্দিন, জয়ন্ত বৈদ্য, সোমা দাস প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা, প্রাক্তন বিধায়ক তথা বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল, বর্ধমান ২ নং ত্বকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার, সহ সভাপতি দেবদীপ রায়, জেলা পরিষদ সদস্য সনৎ মন্ডল, মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, পরেশ কাহার, বড় সুল সিডিপি উচ্চ বিদ্যালয় এর পরিচালনা কমিটির সভাপতি তারকনাথ রায়, বিশিষ্ট সমাজসেবী মোঃ মহসিন, গৌরাঙ্গ লাল বসু, বড়শুল ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না মন্ডল, বড়শুল ২নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিরা বেগম, গৌড় দত্ত, অনিল সরকার, উত্তম মোদক প্রমুখ। বড়শুল উৎসব কমিটির সম্পাদক তথা বড়শুল ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার জানান, উৎসব উপলক্ষে প্রাণ প্রেম প্রয়াস নামে একটি সুভেনিয়র প্রকাশিত হয়েছে। এই উৎসব চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। উৎসব উপলক্ষে বিদ্যালয়ের মাঠে অসংখ্য স্টল বসিয়ে মেলা বসানো হয়েছে। উৎসবে থাকছে মেডিকেল ক্যাম্প, ক্রিকেট প্রতিযোগিতা, ১০০০ জন ছেলে মেয়েদের নিয়ে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে অঙ্কন প্রতিযোগিতা। সান্ধ্যকালীন অনুষ্ঠানে বহিরাগত শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পী রাও অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে রাধা বিনোদ সঙ্গীত সমাজ ও নিরুপমা একাডেমি। সংগীত পরিচালনা করেন সঙ্গীতা ঘোষ ও বুলবুল দত্ত সিনহা। বড়শুল উৎসবকে ঘিরে এলাকায় উন্মাদনার সঞ্চার হয়েছে।