|
---|
নিজস্ব সংবাদদাতা : সগৌরবে ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েত অন্তর্গত গড়সেনাপত্যা প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে সগৌরবে ৭০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হোল। সকালে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ও অতিথি, এলাকাবাসীদের নিয়ে শোভাযাত্রা হয়। শোভাযাত্রা পরিচালনা করেন গড়সেনাপত্যা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক অনুপম রায়।
প্রতিষ্ঠা দিবসের পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান শিক্ষক, বিদ্যালয়ের আদিপর্বের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য লক্ষ্মণ চন্দ্র দেব।বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুদীপা দেব উদ্বোধনী সংগীত পরিবেশন করে। বিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অশোক কুমার ঘোষ, লায়েক আলি প্রমুখ।৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি ফোল্ডার প্রকাশাত হয়।
প্রকাশ করেন ৫ নং মুগবসান গ্রাম পঞ্চায়েত প্রধান রওসনা বেগম, উপপ্রধান তথা বিদ্যালয়ের সভানেত্রী চন্দনা দেব , বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য নটবর কাঁঠাল, বাদল চন্দ্র ধূল্যা প্রমুখ।বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ,অতিথিদের কথায়_গানে_ নৃত্যে মুখরিত ছিল উদযাপন অঙ্গন।আগত বিশিষ্ট শিক্ষক তথা শিক্ষক নেতৃত্ব বিশ্বনাথ কোল্যা, প্রদীপ কুমার পালধী, কেদার রায়, অতনু কুমার ত্রিপাঠী, দীপক রায়, মোকারাম হোসেন তাঁদের বক্তব্যে এমন অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ও উদ্যোগের প্রশংসা করেন । শিক্ষক উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর শীট,তাপস কুমার পান গানে গানে শিশুদের মন জয় করেন। মরণোত্তর সম্মানসুচক বার্তা তুলে দেওয়া হয় বিদ্যালয়ের প্রাক্তন স্বর্গীয় শিক্ষক দুর্গাদাস দেব মহাশয়ের পরিবারবর্গের হাতে। সম্মাননা প্রদান করা হয় এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অশোক কুমার ঘোষ ও লায়েক আলি কে।সবুজায়নের বার্তা দিতে অতিথিবর্গের হাতে গাছের চারা দেওয়া হয়। কেশপুর_ ১ চক্রের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক _ শিক্ষিকাগণ , ৫ নং মুগবসান অঞ্চলের শিশু শিক্ষা কেন্দ্রের সুপারভাইজার
সেতারা বেগম, হাঁড়িপুকুর গুচ্ছ সম্পদ কেন্দ্রের শিক্ষাবন্ধু মির্জা আব্দুল সোফি, প্রাক্তন প্রধান কমল দেব,গড়সেনাপত্যা জুনিয়র হাইস্কুলের শিক্ষকমণ্ডলী, শিক্ষাকর্মীবৃন্দ, গড়সেনাপত্যা I.C.D.S. র সহায়িকা ঝুমা দোলই ,শিক্ষক তথা সাংবাদিক মহম্মদ ইমরান সহ
বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিষ্ঠা দিবসের আয়োজন ছিল বৈচিত্র্যময়।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির পক্ষে প্রধান শিক্ষক স্নেহাশিস চৌধুরী জানান,” ৭০ তম বর্ষকে স্মরণীয় করে রাখতে আগামী একবছর জুড়ে বিবিধ সামাজিক_ সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান পালিত হবে। সূচনাপর্বে যেভাবে সাড়া পাওয়া গেল, নিশ্চিত আগামীদিনে আরো সংহত ও সুচারু কর্মসূচি নিয়ে আমরা হাজির হব।”
অনুষ্ঠানের সভাপতি নটবর কাঁঠাল স্বমহিমার এই ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনকে যাঁরা সফল করলেন সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জ্ঞাপন করূন।
উল্লেখ্য এ দিন ২০২৩ শিক্ষাবর্ষের চূড়ান্ত ফলপ্রকাশ ও চতুর্থ শ্রেণির বিদায় সংবর্ধনাজ্ঞাপক অনুষ্ঠান ও আয়োজিত হয়।
প্রধান শিক্ষকের পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করে নবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পাঁচকৌড়ি দেব।
অনুষ্ঠান ঘিরে এলাকায় খুশির আবহ ছিল লক্ষণীয়।