বাংলা নিয়ে এবিপি নিয়েলসনের সমীক্ষার গরু যে গাছে থেকে বহুতলের ছাদে উঠে যাবে, জানাই ছিল

জাকির হোসেন সেখ ,প্রথম পর্ব: আগামী ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ফলাফল কেমন হতে চলেছে তাই নিয়ে এবিপি নিয়েলসনের করা সমীক্ষায় তারা আগাম যে ইঙ্গিত দিয়েছে, তাতে বেশিরভাগ রাজনৈতিক বিশেষজ্ঞরা এটাকে গল্পের গরু গাছে চড়ার সাথে তুলনা করেছেন। কেননা সেই সমীক্ষায় বিজেপির সম্ভাব্য আসন প্রাপ্তির সংখ্যায় যে ৮ টি লোকসভা কেন্দ্রকে দেখানো হয়েছে, পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের মধ্যে সেই নির্দিষ্ট ৮টি কেন্দ্র অর্থাৎ 

    ১)) আলিপুরদুয়ার
    ২)) দার্জিলিং
    ৩)) রায়গঞ্জ
    ৪)) বালুরঘাট
    ৫)) কৃষ্ণনগর
    ৬)) বনগাঁ
    ৭)) বারাকপুর এবং
    ৮)) আসানসোল, এই আটটি আসনের মধ্যে কমপক্ষে ৬টিতে তৃনমূল কংগ্রেসের ৯০ শতাংশ জেতার সম্ভাবনা রয়েছে। তারপরেও এবিপি নিয়েলসনের এমন ধরনের ওপিনিয়ন পোলে বিশেষজ্ঞরা অন্য রকম রহস্যের গন্ধ পাচ্ছেন বলে জানা যাচ্ছে।

    সাপ্তাহিক নতুন গতি’র অনলাইন নিউজ পোর্টালে এবার বিজেপির সম্ভাব্য আসন প্রাপ্তির সেই ৮টা লোকসভা কেন্দ্র নিয়েই চুলচেরা বিশ্লেষণে কয়েক কিস্তিতে ধারাবাহিক লেখা প্রকাশিত হবে। আজ প্রথম কিস্তি।

    শুরুতেই থাকছে আলিপুরদুয়ার কেন্দ্র। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী এবার জন বারলা। গত বিধানসভা ভোটের পর থেকে নাকি আলিপুরদুয়ার কেন্দ্রে গেরুয়া হাওয়ার গতি বেড়েছে। তাই এবিপি নিয়েলসনের সমীক্ষায় এই আসনে সম্ভাব্য জয় নাকি বিজেপি প্রার্থীর।

    আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটি আলিপুরদুয়ার জেলার একটি মাত্র তফসিল উপজাতির জন্য সংরক্ষিত আসন। জন্ম ১৯৭৭ সালে। ২০১৪ সালের ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে আর‌এসপি থেকে দলবদল করে দশরথ তিরকে তৃনমূল কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তৃনমূল এবারও তাঁকে প্রার্থী করেছে।

    ৯নং তুফানগঞ্জ,
    ১০নং কুমারগ্রাম (এসটি),
    ১১নং কালচিনি (এসটি),
    ১২নং আলিপুরদুয়ার,
    ১৩নং ফালাকাটা (এসসি),
    ১৪নং মাদারীহাট (এসটি), এবং
    ২১নং নাগরাকাটা (এসটি), এই ৭টা বিধানসভা নিয়ে গঠিত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ২০১৪ সালের ষষ্ঠদশ লোকসভা নির্বাচনের সময় মোট ভোটদাতা ছিলেন ১৬ লক্ষ ১৩ হাজার ৪১৭ জন। তারমধ্যে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী গতবারে ৮৩.১৮ শতাংশ হারে মোট ১৩ লক্ষ ৩২ হাজার ৪০৯ টি ভোট পোল হয়েছিল। যার মধ্যে তৃনমূল কংগ্রেসের দশরথ তিরকে পেয়েছিলেন ২৯.৪৬ শতাংশের মোট ৩ লক্ষ ৬২ হাজার ৪৫৩ টি ভোট। যা ছিল ২০০৯ সালের পঞ্চদশ লোকসভা নির্বাচনের থেকে ০.৩২ শতাংশ বেশি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপির মনোহর তিরকে পেয়েছিলেন ২৭.৭২ শতাংশের মোট ৩ লক্ষ ৪১ হাজার ০৫৬ টি ভোট। যা ছিল ২০০৯ সালের পঞ্চদশ লোকসভা নির্বাচনের থেকে -১৩.৫০ শতাংশ কম। আর বিজেপির বীরেন্দ্র বরা ওঁরাও পেয়েছিলেন ২৭.৩০ শতাংশের মোট ৩ লক্ষ ৩৫ হাজার ৮৫৭ টি ভোট। যা ছিল ২০০৯ সালের পঞ্চদশ লোকসভা নির্বাচনের থেকে +৫.৯০ শতাংশ বেশি। উল্লেখ্য যে, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা পেয়েছিলেন ১ লক্ষ ৯৯ হাজার ৮৪৩ টি ভোট

    চলবে………..