|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, পুর্ণেন্দু চট্টোপাধ্যায়, হর্ষবর্ধন নেওটিয়া, সজ্জন জিন্দাল, মুকেশ আম্বানিও সহ একাধিক শিল্পপতি উপস্থিত থাকবেন এই সম্মেলনে। তবে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির উপস্থিতি ঘিরে ধোঁয়াশা রয়েছে। তবে জানা গিয়েছে, আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা হাজির থাকবেন। থাকার কথা হীরানন্দানি গ্রুপের বর্ষীয়ান কর্ণধার নিরঞ্জন হীরানন্দানিও।
এই সম্মেলন রাজ্যের শিল্প-বাণিজ্য ক্ষেত্রের পাশাপাশি ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বাংলার জন্য রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।