|
---|
দেবজিৎ মুখার্জি, মেদিনীপুর: বুধবার মেদিনীপুর শহরের স্মৃতি সদনে প্রশাসনিক রিভিউ মিটিংয়ে ৮২৫ কোটি টাকার – ৪৮০ কোটি ৪৩ লক্ষ টাকার ১২৩ টি ও ৩৪৫ কোটি টাকার ৬৬ টি – প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি, জেলার ৫ জন কৃষকের – হারাধন বেরা ও বীরেন্দ্রনাথ দেবসিংহ (মেদিনীপুর সদর), তাপস ঘোড়াই (পিংলা), সুনীল জানা (ডেবরা) এবং অমিয় কুমার মাইতি (দাসপুর) – হাতে তুলে দেওয়া হয়, ‘কৃষকরত্ন’। এছাড়াও, এদিন তিনি মূলস্রোতে ফেরা ৭ জন মাওবাদীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।