অ-হিন্দু হওয়ার জন্য অনুষ্ঠান করতে দেওয়া হয়না ভরতনাট্যম প্রতিপাদককে

নতুন গতি নিউজ ডেস্ক: মানসিয়া ভিপি, একজন ভরতনাট্যম প্রতিপাদক, তিনি হিন্দু নন এই কারণে তাকে অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। নর্তকীর জন্ম এবং বেড়ে ওঠা একটি মুসলিম পরিবারে।

    তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ঘটনাটি সম্পর্কে খোলেন এবং লিখেছেন “মন্দিরের একজন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে আমি একজন অ-হিন্দু হওয়ায় আমি মন্দিরে অনুষ্ঠান করতে পারবোনা। সমস্ত পর্যায় ধর্মের ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে। এরই মধ্যে, আমি বিয়ের পর হিন্দু হয়েছি কিনা তা নিয়েও প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমার কোনো ধর্ম নেই এবং আমি কোথায় যাব।”

    এর আগে, তাকে অ-হিন্দু হওয়ার কারণে বিখ্যাত গুরুবায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি।