বৃক্ষরোপন

নূর আহামেদ, মেমারি : ১৩ আগষ্ট,আঁচল ও গাছ গ্রুপের যৌথ উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। রবিবার মেমারি পৌরসভার অন্তর্গত ১০ নং ওয়ার্ড তালপাতা কবরস্থান এলাকায় ১০০টি চারাগাছ রোপন করা হয়। এই বৃক্ষরোপন কর্মসূচীতে ছিলেন গাছ মাস্টার অরুপ চৌধুরী, মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা ১ এর শিক্ষক সেখ সেলিম ও আঁচলের সদস্যরা। গাছমাস্টার অরুপ চৌধুরী জানান, মেমারিতে এই প্রথম আঁচলের সহযোগিতায় খন্ডবন তৈরির উদ্যোগে নেওয়া হল। করোনার পর মানুষ সচেতন হয়েছে শুধু বৃক্ষরোপন করায় নয়। চারা রোপনরে পর তার লালন পালনও করছে মানুষ। ভবিষ্যতে পৃথিবী আবার সবুজে ভরে যাবে।