আবারও বেফাঁস বক্তব্য বিপ্লব দেবের:মমতা ব্যানার্জিকে বললেন ‘জেরক্স কপি ‘

নবাব মল্লিক, মথুরাপুর:

    বুধবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বিজেপির গণতন্ত্র বাঁচাও সভা থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করতে গিয়ে বলে বসলেন “জেরক্স কপি”। এমনিতেই এর আগেও বেফাঁস মন্তব্যের জন্য অনেকবার সমালোচিত হয়েছেন তিনি। এ দিন সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি অভিজিৎ দাস ও সহ-সভাপতি সুফল ঘাটু সহ বহু নেতৃত্ববৃন্দ।

    এদিন সভাতে অভিজিৎ দাস বলেন সারা রাজ্যব্যাপী 9òআমাদের সমর্থকদের তৃণমূল গুন্ডাবাহিনীরা এবং পুলিশ কে দিয়ে বিভিন্ন ভাবে অত্যাচার করছে। যারা অত্যাচারিত হচ্ছে তাদের উদ্দেশ্যে বলেন অত্যাচা কারীদের নামের লিস্ট করে রাখতে আমরা ক্ষমতায় আসলে ঐ সমস্ত পুলিশদের সবক শেখাবো।
    দিলীপ ঘোষ বলেন গত কাল কাঁথিতে আমাদের কেন্দ্রীয় সভাপতি অমিত সাহার জনসভার পরে তৃণমূলের হামরাদ বাহিনী আমাদের সমর্থকদের উপর হামলা করেন এবং বেশ কিছু গাড়িও ভাঙচুর করে, এমনকি মহিলাদের উপর অত্যাচার করে, এখনও পর্যন্ত অনেকে নিখোঁজ আছে। তিনি আরো বলেন দিদিমণি যতই আমাদের আটকানোর চেষ্টা করুক না কেন আমাদের আটকাতে পারবেনা। উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশের আগে কোটি কোটি টাকা খরচ করে ফ্লেক্স তৈরি করে যেভাবে প্রচার চালিয়েছিল রাজ্যব্যাপী, সে তুলনায় ব্রিগেডে লোক হোয়নি। বর্তমান সরকারকে নিন্দা করে দিলীপ ঘোষ বলেন, যারা এসেছিলেন সিভিক ভলেন্টিয়ার্স ও অঙ্গনারী কর্মীরা তারা নাকি ডিম ভাত খেয়েছে আর চিড়িয়াখানা, সাইনসিটি, ইকো আর নিকো পার্কে মত জায়গায় ভিড় জমিয়েছে। অন্যান্য দের বক্তব্যে সোনা যায় যে বাংলার মানুষ সিপিএমের অত্যাচারে বাঁচতে চেয়ে এ যেন লুটের রাজত্বে এসে পড়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও এ রাজ্যে নারী নির্যাতন বেড়েই চলেছে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই মুখ্যমন্ত্রীর। স্কুল কলেজে মারামারি, হাসপাতালে ডাক্তার নেই শুধু বিল্ডিং হয়েছে, থানায় পুলিশ কম তাই সিভিক দিয়ে কাজ সারে। এক কথায় বাংলাকে চুষে নিচ্ছে এ সরকার। অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজি ১০ বছর পিছিয়ে। থানা হয়েছে বিডি অফিস আর এসপি অফিস হয়েছে জেলা অফিস। বরঞ্চ সিপিআইএম ভালই ছিল।

    ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন আমার রাজ্যে মেধা ভিত্তিতে চাকরিতে নিয়োগ হয় আর এ রাজ্যে হয় আত্মীয়তার ভিত্তিতে। এবং পরিবার তন্ত্র রাজনীতি হয়। দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ এরাজ্যে মহিলাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে। আমার রাজ্যে এ যাবত কোনো পলিটিক্যাল মার্ডার হয়নি যদি কেউ দেখাতে পারে আমি এখান থেকে গিয়ে পদত্যাগ করবো, আর বাংলায় পলিটিকাল মার্ডার বহু হচ্ছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলেন বাম ফ্রন্টের ‘জেরক্স কপি’। তবে এসব ঘটনায় কান দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব তাদের দাবি উল্টে কেন্দ্র সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পেরই জেরক্স করে চালিয়ে দিচ্ছে ।