|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর ৪ নাম্বার মন্ডলের অন্তর্গত মাদৃক সংঘ ময়দানে শুক্রবার একটি জনসভা অনুষ্ঠিত হয়।
আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোট ময়দানে অবতীর্ণ,সেই লক্ষ্যেই মূলত জনসভা।এদিন বক্তারা শাসক তৃনমূল কংগ্রেসের বিভিন্ন ধরনের দূর্নীতির কথা তুলে ধরেন। জেলা তৃনমূল সভাপতি অনুব্রত মন্ডল সহ অভিষেক ব্যানার্জী কে কটাক্ষ করেন।সেই সাথে মুখ্যমন্ত্রীর বিধায়ক ভাতা বাড়ানো এবং নিজে সেই বেতন না নিয়ে বই বিক্রির প্রসঙ্গ ধরেও কটাক্ষ করেন বিজেপির নেতৃত্বগন।
এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা তথা খড়্গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা ও জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ।