ঘোসি বিধানসভা উপনির্বাচনে সমাজবাদী পার্টির কাছে হার বিজেপির

দেবজিৎ মুখার্জি: উত্তরপ্রদেশের ঘোসি বিধানসভা উপনির্বাচনে সমাজবাদী পার্টির কাছে হার বিজেপির। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেছেন, “ঘোসি এসপির প্রার্থী নয়, ভারতের জোটের প্রার্থীকে বিজয়ী করেছেন এবং এটি ভবিষ্যতেও ফলাফল হতে চলেছে। এটি ইতিবাচক রাজনীতির জয় এবং সাম্প্রদায়িক রাজনীতির হার।”