|
---|
নিজস্ব সংবাদদাতা, ২৩ জুনঃ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ মেমারি ১ নং ব্লকের দলুই বাজার ২ অঞ্চলের পাল্লা রোডে ও নিমো ১ অঞ্চলের রসুলপুর বাজারে পথসভা করা হয়।। এই পথসভায় উপস্থিত ছিলেন মেমারি ১নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার সহ-সভাপতি আব্দুল হাকিম, মেমারি ১নং ব্লকের তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক, বাগিলা পঞ্চায়েতের সদস্য প্রলয় পাল, ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ ও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃবৃন্দ এবং কমী-সমর্থকরা।