|
---|
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনে আমাদের আউসগ্রাম ২ নম্বর ব্লকের সাত টি গ্রাম পঞ্চায়েতে জিতব তাই নয়। বিরোধীদের থেকে অনেক বেশী লিড নিয়ে ফার্ষ্ট বয় হব। পঞ্চায়েত ছাড়া পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনেও লিড পাব ব্যাপক। পঞ্চায়েত নির্বাচনের আগে বললেন আউসগ্রাম ২ নম্বর ব্লকের কার্যকরী সভাপতি দাতা সেখ লালন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গ্রাম বাংলায় যে উন্নয়ন হয়েছে তাতে মানুষ এমনিতেই ভোট দেবে। জেতা টা আমার কাছে কোন ফ্যাক্টর নয়। আমরা সেরা রেজাল্ট করতে চাই। সেটাও হবে । পঞ্চায়েত নির্বাচনের রণ দামামা বেজে যেতেই প্রচারে জোড় দিচ্ছেন দাতা লালন। তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারে জোয়ার এসেছিলো। এখনও ব্যাপক উন্মাদনা দলের কর্মীদের মধ্যে। আউসগ্রাম ২ নম্বর ব্লক এলাকায় তৃনমূলের পাশাপাশি বিরোধী শিবিরও রয়েছে। তারাও নমিনেশন ফাইল করেছে। এলাকার রাস্তাঘাট থেকে রাজ্য সরকারের একাধিক জনকল্যাণ মূখী উন্নয়ন ও প্রকল্পকে হাতিয়ার করে প্রচারে নেমেছে তৃনমূল। এখানে এলাকার সমাজসেবী ও তৃনমূলের কার্যকরী সভাপতি হিসেবে দাতা সেখ লালনের ব্যাক্তিগত ভালো ইমেজের জন্যও দল ভালো জায়গায় থাকবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এলাকায় তৃনমূলের পতাকা সহ প্রার্থীদের সমর্থনে ব্যানার, প্রচারে ব্যাপক সরগরম আউসগ্রামের গ্রাম্য পরিবেশ।