রথযাত্রা উপলক্ষে বর্ধমান শহরের নীলপুরে বর্ণাঢ্য অনুষ্ঠান।

লুতুব আলি, বর্ধমান, ২৪ জুন : নীলপুর রথযাত্রার উৎসব কমিটি উদযাপিত করল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোট নীলপুর অগ্রণী সংঘ ফুটবল ময়দানে রথযাত্রা উৎসব ও বর্ণাঢ্য সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীলপুর রথযাত্রা উৎসব কমিটির আহ্বান : সত্য সুন্দর সমৃদ্ধির প্রতিভু প্রভু জগন্নাথ স্বামীর চরণপাতে মিরপুর সহ সমগ্র বর্ধমানে ইহ লৌকিক এবং পারত্রিক ঐশ্বর্যের যে দীপ্ত ি গত মেঘ মন্দ্রিত আষাঢ়ে সমুদ্ভাসিত হয়েছিল সেই পবিত্র লীলার অনন্ত মাধুরীতে আবার স্নিগ্ধ শান্ত ঋদ্ধ হতে এবার ও ন’দিনব্যাপী কর্মযজ্ঞের পরিকল্পনায় সকলকে বিনীতভাবে আহ্বান জানিয়েছিল। রথযাত্রার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজি প্রতাপপুর শ্রীরামকৃষ্ণ মিশনের মহারাজ রামো মায়া নন্দ জি, উদ্যোক্তাদের অন্যতম ভবদেব চক্রবর্তী প্রমুখ। এই উৎসবের নির্ঘণ্ট: ৪ জুন স্নানযাত্রা, ১৯ জুন নবজীবন দর্শন, ২০ জুন রথযাত্রা, ২৭ জুন সন্ধ্যা দর্শন, ২৮ জুন উল্টোরথ যাত্রা, ২৯ জুন সোনার বেশ, ৩০ জুন আধার পানা, ১ জুলাই সমাপ্তি। উৎসবের বিভিন্ন দিনে থাকছে ভক্তিগীতি, ধর্মীয় আলোচনা, সঙ্গীতানুষ্ঠান। উৎসবের অনুষ্ঠানে মুক্তাঙ্গন সাংস্কৃতিক সংস্থা ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন। পরিচালনা মুক্তা রায়। সংগীতে অংশগ্রহণ পম্পা মজুমদার, সোনালি ভট্টাচার্য, দুর্গা দাস, অর্পিতা যশ, করেছিলেন তপতী কর, তপন ধারা, অজন্তা ভৌমিক, মন্দিরা ভৌমিক, প্রিয়াঙ্কা প্রসাদ, মুনমুন ঘোষ, মিমি দে, মৌসুমী ঘোষ, শ্যামলী দাস, শেলী ঘোষাল। কী বোর্ডে ছিলেন সুদীপ দত্ত, তবলায় নির্মল দাস। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনায় ছিলেন রুপা গলুই।ব্যবস্থাপনায় বিপুল-মালো।