|
---|
‘ভারত স্কাউটস্ এন্ড গাইডস্’ মালদা জেলা শাখা ও জেলা প্রশাসনের সহযোগিতায় রক্তদান শিবির
নিজস্ব প্রতিবেদন, নতুন গতি : পাকুয়াহাট সমবেত প্রয়াসের এর উদ্যোগে ‘ভারত স্কাউটস্ এন্ড গাইডস্’ মালদা জেলা শাখা ও জেলা প্রশাসনের সহযোগিতায় পাকুয়াহাট ইন্দ্রিরা মোরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মালদা ব্লাড ব্যাঙ্কের রক্তের আকাল দেখা দিয়েছে। তার মধ্যে লকডাউন চলছে, সামাজিক দূরত্ব বজায় রেখে ৪২ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। শিবিরে উপস্থিত ছিলেন ডা: তুষার কান্তি বণিক, বরুণ কুমার সরকার পাকুয়াহাট সমবেত প্রয়াস এর সভাপতি ও সম্পাদক, অনিল কুমার সাহা জেলা রক্তদান শিবির আহ্বায়ক ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা, অজয় শঙ্কর চৌধুরী এস আই বামন গোলা থানা প্রমূখ। প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দেওয়া হয়।