|
---|
সেখ মহম্মদ ইমরান, নতুন গতি নিউজডেস্ক:করোনা আবহে রক্তের সংকট মেটাতে মহামিলনের ঈদ উৎসবকে সামনে রেখে এগিয়ে এলো মেদিনীপুর শহরের পালবাড়ি মা শীতলা স্পোর্টিং ক্লাব। বিগত বেশ কয়েক বছরের মতো এবারও ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। সোমবার সকালে মা শীতলা মন্দির প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশ নামা মেনে ৩০ জন রক্তদান রক্তদান করেন। এই মহতী কর্মসূচিকে সাফল্য মন্ডিত করতে এবং রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশ চন্দ্র বেরা, হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের বর্ষীয়ান আধিকারিক ডাঃ ভোলানাথ পান্ডা, অতিরিক্ত জেলা শাসক উত্তম অধিকারী। দুই পুলিশ আধিকারিক শীর্ষেন্দু সেনগুপ্ত ও পার্থপ্রতিম পাল। ডিসিসিআই এর সভাপতি আনন্দগোপাল মাইতি, প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু, এলাকার প্রাক্তন কাউন্সিলর সৌমেন খান, সমাজসেবী নির্মাল্য চক্রবর্তী , শক্তিপদ দাস অধিকারী,চন্দন রায়,ঝুনু দত্ত , গণেশ চন্দ্র নায়েক প্রমুখ। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি গনেশ রানা, কার্য্যকরী সভাপতি বিশ্বজিৎ মিশ্র, সম্পাদক লক্ষণ সিং, আশীষ মাইতি, নির্মল পাল, অরুন কুমার মাইতি,মিতিন ভূঁইয়া, সীতারাম মাইতি, সৌরভ সাহা,ঋষিকান্ত নায়েক, অনির্বাণ পারুই প্রমুখ।